সাতটি রাজ্যের আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত
Comments are closed‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত সাতটি রাজ্যের আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত বলে জানিয়েছেন এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ। গতকাল মেঘালয়ের শিলংয়ে আঞ্চলিক ব্যবসায়িক সংযোগ সম্মেলন শেষে ফেরার সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের সহযোগিতা ছাড়া সেভেন সিস্টার্সের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করে ভারত। বাংলাদেশ ছাড়াও এ সম্মেলনে অংশ নেন, ভারত, ভুটান, নেপালের ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধিরা। সম্মেলনে এসব রাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং নৌ, রেলওয়ে ও সড়ক পরিবহনের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। শিগগির পাথর ও চুনা পাথর পুনরায় রফতানির প্রক্রিয়া সম্পন্ন হবে বলে ভারত আশ্বস্ত করেছে বলেও জানান এফবিসিসিআই সভাপতি।