সাদেক হোসেন খোকার ১৩ বছরের কারাদন্ড ও জরিমানা
Comments are closedঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার নামে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ১৩ বছরের কারাদন্ড ও ১১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে সাত মাসের কারাদন্ড দেয়া হয়েছে। দুপুরে এ রায় জানান, ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। গত ৪ অক্টোবর মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন তিনি। ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা দায়ের করে দুদক।