সাভারে ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে নিহত ১
Comments are closedসাভারের ধামরাইয়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় বিদেশি অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়েছে । র্যাব জানায় ভোর রাতে ধামরাই বাজারে অভিযান চালানোর সময় তাদের ওপর গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। পরে আত্মরক্ষাতে র্যাবও পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মাসুদ গুরুতর আহত হয় এবং অন্য সদস্যদের আটক করা হয়। পরে আহত মাসুদকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।