সাভার ও তেঁজগাওয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১
Comments are closedসম্প্রতি সারাদেশে শিশু নির্যাতনের নানা ঘটনার মধ্যে এবার সাভারে পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, গতরাতে কোনাপাড়া দারুল উলুম মাদ্রাসার এক শিক্ষার্থীকে ডেকে নেন একই বাসার ভারাটিয়া টাইলস মিস্ত্রী সোহেল মিয়া। এরপর মেয়েটি তার বাবা-মাকে নির্যাতনের বিষয়টি জানালে বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সোহেল। এসময় এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে নির্যাতনের শিকার ওই ছাত্রীকে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে, গত রাতে রাজধানীর তেঁজগাও রেললাইনের পাশের এলাকায় ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত ধর্ষণের অভিযুক্ত কারও নাম পরিচয় জানা যায় নি।