সাম্প্রদায়িক উস্কানিমূলক স্ট্যাটাস: ঢাবি’র পাঁচ শিক্ষার্থীকে আটক
Comments are closedসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বিজয় একাত্তর হল থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। আজ তাদেরকে কোর্টে তোলা হতে পারে। অভিযুক্তদের অভিযোগ প্রমাণ হলে মামলা এবং প্রমাণ না পেলে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হতে পারে।