সারাদেশে থেমে থেমে বৃষ্টি, বন্যার আশঙ্কা নেই
Comments are closedএক সপ্তাহ ধরে শ্রাবণের মেঘে ঢাকা পড়ে আছে আকাশ। কখনও হালকা, আবার কখনও মুষলধারে বৃষ্টি। এমনই অবস্থায় জলাবদ্ধতা নামক দুর্ভোগ পিছু ছাড়ছে না রাজধানীবাসীর। মালিবাগ,মৌচাক, শান্তিনগর,বাসাবো,মিরপুরসহ বেশ কিছু এলাকায় এই জলাবদ্ধতা নিত্যসঙ্গী। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম জানান, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত রোববার পর্যন্ত চলতে পারে। সারাদেশে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে তাতে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে বন্যার। এ বিষয়ে এখনই আশঙ্কার কিছু নেই বলেও জানান তিনি। পানি উন্নয়ন বোর্ডও বন্যার কোন পূর্বাভাস দেয়নি। তাদের তথ্য মতে ব্রহ্মপুত্র ও যমুনার পানি হ্রাস পাচ্ছে। পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে ভারী বর্ষণের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর এবং অভ্যন্তরীণ নৌবন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।