সারাদেশে সিরিজ বোমা হামলার ১১ বছর
Comments are closedসারাদেশে সিরিজ বোমা হামলার ১১ বছর পূর্ণ হলো আজ। তবে, এখনোও শেষ হয় নি ৩৯ টি মামলার বিচারকাজ। ২০০৫ সালের এই দিনে দেশের ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে আত্মপ্রকাশ করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন- জেএমবি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো সেই হামলায় নিহত হন ২ জন, আহত হন দুই শতাধিক মানুষ। সেই ঘটনায় সারাদেশে মামলা হয় ১৬১টি, গ্রেফতার করা হয় সাড়ে চারশ’ জনকে। এর মধ্য নিষ্পত্তি হয়েছে ১২২টি মামলা। যেখানে মৃত্যুদণ্ড হয়েছে ২৮ জঙ্গির আর যাবজ্জীবন কারাদণ্ড হয় ১৩৪ জনের। এর মধ্যে সে সময়ের জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানসহ ৬ শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সাক্ষীর অভাবে বাকি মামলাগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে।