সার্ক সম্মেলনে পাকিস্তান যাওয়ার আশ্বাস মোদির
Comments are closedআগামী বছর সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাওয়ার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ায় ব্রিকস সম্মেলনের বাইরে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকে এ বিষয়ে দুই নেতার মধ্যে আলাপ হয়। বৈঠকে মুম্বাই হামলার বিষয়ে পাকিস্তানকে আরও তথ্য-প্রমাণ দিয়ে সাহায্য করার কথা জানান নরেন্দ্র মোদি। এছাড়া বৈঠকে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এখন থেকে নিয়মিত আলোচনার বিষয়েও সিদ্ধান্ত হয়।