‘সার কারখানার ট্যাংক বিস্ফোরণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে’
Comments are closedচট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ডাই অ্যামোনিয়া ফসফেট-ড্যাপ কারখানায় ট্যাংক বিস্ফোরণের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে কারাখানা কর্তৃপক্ষ। তবে আপাতত গ্যাস ছড়ানো বন্ধ হলেও পুরোপুরিভাবে মেরামত কাজ সম্পন্ন করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তারা। এর আগে গতরাতে গ্যাসলাইনের ঐ বিস্ফোরণে বিষাক্ত অ্যামোনিয়ার অসুস্থ হয়ে পড়েন অন্তত ৭০ জন শ্রমিক ও সাধারণ মানুষ। ফলে ব্যাপক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় কর্ণফুলী তীরসহ আশপাশের এলাকায়। ঘটনা তদন্তে এরই মধ্যে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।