সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম গ্রেপ্তার
Comments are closedমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাত বছর আগে একটি মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার ৪ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি বিচারাধীন। ওই আদালত হাম্মামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে গ্রপ্তার করা হয়। পরে মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হুম্মামের বিরুদ্ধে সালাউদ্দিন কাদেরর যুদ্ধাপরাধের রায় ফাঁসের মামলাও রয়েছে।