সিটি ব্যাংকের দুই পরিচালককে পদ ছাড়ার নির্দেশ
Comments are closedসিটি ব্যাংক লিমিটেডের দুই পরিচালককে পদ ছাড়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ থেকে শুরু করে পাঁচ কর্মদিবসের মধ্যেই দুই পরিচালককে পদ ছাড়ার বিষয়টি জানিয়ে ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো এক চিঠিতে এ সময় বেধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে নির্দেশনা পালনের খবর কেন্দ্রীয় ব্যাংকে জানাতেও বলা হয়েছে। সংশোধিত ব্যাংক কোম্পানী আইনে বেসরকারি খাতের কোনো ব্যাংকে একই পরিবার থেকে একই সময়ে দুইজনের বেশি পরিচালক না রাখার বিধান করা হয়েছে । কিন্তু বর্তমানে সিটি ব্যাংকে একসঙ্গে, একই পরিবারের চার সদস্য পরিচালক পদে আছেন। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পদত্যাগের মাধ্যমে এই নির্দেশনা কার্যকর করতে হবে, অন্যথায় লটারির মাধ্যমে তা নির্ধারণ করা যেতে পারে বলে নির্দেশনায় জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।