সিবিআইয়ের প্রতিবেদনের সঙ্গে একমত মোডি
Comments are closedইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলে দেশটি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে- সিবিআইয়ের এমন প্রতিবেদনের পর এবার সেই একই তথ্য দিলেন দেশটির আরেক প্রতিষ্ঠান মোডি। তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, সেই ক্ষতির পরিমান খুব বেশী নয়। বরং কর্মসংস্থান কমে যাওয়ার বিষয়টি বেশী ভোগাবে যুক্তরাজ্যকে। এসময় যুক্তরাজ্যকে ইউরোপের সঙ্গে জড়িত বিভিন্ন বাণিজ্যক কার্যক্রম নিয়ে ভাবার কথা বলেন ক্রেডিট সংস্থা-মোডি। এর আগে, দেশটির বাণিজ্যিক প্রতিষ্ঠান -সিবিআই জানায়, ইউ থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলে প্রায় একশ’ বিলিয়ন আর্থিক ক্ষতি এবং ২০২০ সাল নাগাদ প্রায় ১০ লাখ লোক বেকার হয়ে পড়বে। এতে করে বিনিয়োগ ও বানিজ্যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে যুক্তরাজ্য।