সিভিল এভিয়েশন কর্মচারীদের অবস্থান কর্মসূচি
Comments are closedচাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিভিল এভিয়েশনের কর্মচারীরা। সকালে প্রতিষ্ঠানের সদর দপ্তরের সামনে কর্মসূচিতে বক্তারা জানান, প্রায় দেড় হাজার কর্মচারী ২০ বছরেরও বেশি সময় ধরে দৈনিক মজুরির ভিত্তিতে বিভিন্ন বিমান বন্দরে কাজ করছে। কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রতি বছর নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও আগের কর্মচারীদেরই চাকরি স্থায়ী করেনি। কর্মচারিরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দেড় বছর আগে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের রায় দিলেও, সেটাও মানছে না কর্তৃপক্ষ।