সিরিয়ার সংকট নিরসনে ইরানকে ভূমিকা রাখার আহবান জাতিসংঘ মহাসচিবের
Comments are closedসিরিয়ার চলমান সংকট নিরসনে আলোচনায় ইরানকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ থেকে এ আলোচনা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশের শীর্ষস্থানীয় কূটনীতিকেরা। এতে প্রথমবারের মত যোগ দিচ্ছে ইরান। এদিকে, সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে শর্ত দেয়া হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বাশার আল আসাদের অপসারণের বিষয়টি সমর্থনের। তবে তা প্রত্যাখান করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। এদিকে, আলোচনা চলার মধ্যেই আজ সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন । এতে আহত হয়েছে আরও শতাধিক। দেশটির শহর দুমায় এ হামলার ঘটনাটি ঘটে। হামলার পর দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, সিরিয়ার সেনাবাহিনীই সরকার বিরোধীদের ওপর এ হামলা চালিয়েছে।