সিরিয়াকে নিয়ে পশ্চিমাদের আশঙ্কা
Comments are closedসিরিয়ার সরকারী পক্ষের অটল নীতির কারণে দেশটিকে নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় নতুন করে শুরু হতে যাওয়া শান্তি আলোচনা পন্ড হয়ে যাওয়ার আশঙ্কা করছে পশ্চিমা দেশগুলো। স্থানিয় সময় সোমবার শুরু হতে যাওয়া ওই শান্তি আলোচনায় প্রস্তাবিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানায় আসাদ পক্ষ। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেন কেরি অভিযোগ করেছেন, দামেস্কো সরকার শান্তি আলোচনা ভেস্তে দিতে নানা চক্রান্ত করছে। দেশটিতে সহিংসতা বন্ধে নানা উদ্যোগ নেয়া হলেও তা পন্ড করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।