সিরিয়ায় আইএসের ওপর হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট
Comments are closedসিরিয়ায় ইসলামিক স্টেটের ওপর হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট। স্থানীয় সময় বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ৩২৭-২২৩ ভোটেএ হামলার প্রস্তাব পাস হয় । এরআগে প্রস্তাবটি নিয়ে বিরোধী দল লেবার পার্টির সঙ্গে প্রায় ১০ ঘণ্টা বির্তক করেন সরকারি দলের সদস্যরা। নিজে দেশের নিরাপত্তা রক্ষার্থে পার্লামেন্টে এ বিতর্ক ও ভোটের আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, সিরিয়ায় আইএসের ওপর হামলা চালাতে অতি দ্রুত, বিমান মোতায়েন করা হবে।