সিরিয়ায় আইএস জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ফ্রান্স
Comments are closedসিরিয়ার রাকা শহরে আইএস জঙ্গিদের একটি শক্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে ফরাসী যুদ্ধবিমান। প্যারিসে ভয়াবহ হামলার দুদিন পরেই এই হামলা চালানো হলো। ফরাসী প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বারোটি যুদ্ধবিমানে করে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এরমধ্যে আইএসের একটি কম্যান্ড সেন্টার ও একটি প্রশিক্ষণ শিবিরেও হামলা করা হয়েছে বলে জানান তিনি। এর আগে, ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওল্যাঁদ প্যারিসে হামলার জন্য আইএসকে দায়ী করে তার জবাব দেবার অঙ্গীকার জানিয়েছিলেন।