সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ৬২
Comments are closedসিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৬২ সৈন্য নিহত হয়েছেন। তবে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী স্বীকার করেছে, শনিবার পূর্ব সিরিয়ার ডের আল-জউর এলাকায় আইএস জঙ্গিদের ওপর হামলা চালায় তারা। পরে জানতে পারে, সেটি আসলে সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থান ছিল। তাৎক্ষণিক হামলা বন্ধ করলেও এরই মধ্যে অন্তত ৬২ জন নিহতের পাশাপাশি আহত হোন আরও অনেকে। এরপরই বিষয়টি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের জরুরী সভা ডাকতে জাতিসংঘের প্রতি আহবান জানায় রাশিয়া। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্রের এই হামলা সিরিয়ার বর্তমান যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিতে ফেলবে এবং তা আইএস জঙ্গিদেরই সহায়তা করবে।
মাদারীপুরে স্কুলছাত্রীর উপর হামলা