সিরিয়া যুদ্ধ নিয়ে ঐকমত্যে পৌছেছেন রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র
Comments are closedসিরিয়া যুদ্ধ নিয়ে ঐকমত্যের ঘোষণা দিয়েছে, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। ওই ঘোষণা অনুসারে আগামী সোমবার থেকে শত্রুতার অবসান-এর মধ্য দিয়ে কার্যক্রম শুরু করবে দেশ দু’টি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ দীর্ঘ বৈঠকের পর এ ঘোষণা দেন। তাদের পরিকল্পনার অনুসারে, সিরিয়া সরকার বিরোধীদের দখলে থাকা নির্দিষ্ট এলাকাগুলোতে অভিযান চালানো বন্ধ করবে। অন্যদিকে, আইএস এবং আল-নুসরা যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি যৌথ কেন্দ্র প্রতিষ্ঠা করবে, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওই বৈঠক শেষে কেরি বলেন, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সিরিয়ার সরকার এবং বিরোধী দল উভয়কেই নিজেদের দায়িত্ব পালন করতে হবে। বিরোধী দলের পক্ষ থেকেও পরিকল্পনায় সম্মতি জানানো হয়েছে বলে জানিয়েছেন কেরি।