সিসিসি’র দায়িত্ব নিলেন আ জ ম নাছির
Comments are closedচট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মেয়র নাছিরের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন। পরে এক সংবাদ সম্মেলনে মেয়র নাছির বলেন, সিটি করপোরেশনের সকল বিভাগকে অটোমেশনের আওতায় এনে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনে রূপান্তর করা হবে। এ ছাড়া করপোরেশনের আইন ও বিধি মোতাবেক প্রশাসনিক সংস্কারের মাধ্যমে নগরীর জলজট ও পরিচ্ছন্নতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়ন করা হবে। গত ২৮শে এপ্রিল সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন আ জ ম নাছির।