সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে ট্রেনের ধাক্কা, তদন্ত কমিটি গঠন
Comments are closedচট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড এলাকায় যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় প্রকৌশলী আবিদুর রহমানকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া, কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভোরে বারবকুণ্ড এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসে বিজয়নগর এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক ট্রেনযাত্রী নিহত হয়। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।