সীতাকুণ্ডে বাস উল্টে নারীসহ ৩ জন নিহত
Comments are closedচট্টগ্রামের সীতাকুণ্ডে বাস উল্টে, এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার সকালে, উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীরা জানান, গাড়ি চালানোর সময় চালক ঝিমুচ্ছিলেন। এক পর্যায়ে সড়কবিভাজকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে তা উল্টে যায়। তবে, দ্রুতই চালক পালিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা হতাহত যাত্রীদের উদ্ধার করেন। তাদের ভর্তি করা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতরা হলেন, জেসমিন আক্তার, জুলফিকার আলী। তবে, নিহত অপর জনের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। এদিকে, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।