সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সার জয়
Comments are closedস্প্যানিশ লা লিগায় গতকাল রাতে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সুবাদে এইবারকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমে পিছিয়ে থাকলেও উরুগুইয়ান তারকার নৈপুণ্যে জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। এছাড়া,লীগের অপর ম্যাচে জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লীগে হতাশা নিয়েই মাঠ ছেড়েছে লিভারপুল। ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে ড্র করেছে ইয়োর্গেন ক্লপের শীর্ষরা। এছাড়া, ফ্রেঞ্চ লিগে জয়ের ধারা অব্যাহত রাখেছে প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি। গতকাল রাতে সেইন্ট এতিয়েন্নেকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। এ নিয়ে টানা ১১ ম্যাচেই অপরাজিত থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।