সেনাদের ফিরিয়ে নেয়ার ঘোষনা দিল রাশিয়া
Comments are closedজঙ্গী দমনে সফল হওয়ার কথা ব্যক্ত করে সিরিয়া থেকে সেনাদের ফিরিয়ে আনার ঘোষণা দিল রাশিয়া। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন। স্থানীয় সময় সোমবার মস্কোয় প্রেসিডেন্ট ভবনে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, সিরিয়ায় জঙ্গীদের দমনে মস্কোর সেনারা অনেকটা ভূমিকা রেখেছে। আর তাই দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে আলোচনার পর সৈন্যদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মি.পুতিন। বিভিন্ন গণমাধ্যম বলছে, সিরিয়ায় বর্তমানে ৭ হাজারের বেশি রাশিয়ার সৈন্য অবস্থান করছে। তবে, কতদিনে এই সেনাদের প্রত্যাহার শেষ হবে,সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি রুশ প্রেসিডেন্ট।