সেনা পাঠানোর চেষ্টা করা হলে সীমান্তেই প্রতিহত করা হবে: বুরুন্ডি
Comments are closedআফ্রিকান ইউনিয়নের কোন সেনাসদস্য নিজ দেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বুরুন্ডি সরকার। দেশটিতে চলমান রাজনৈতিক সহিংসতার সমাধানে শুক্রবার আফ্রিকান ইউনিয়ন প্রায় ৫ হাজার সেনা নিয়োগের সিদ্ধান্ত নিলে , তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা জানায় দেশটির কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট এনকুরুন জিজারের মুখপাত্র জারভিস আবিহো বলেন, এই মুহূর্তে তাদের দেশে বিদেশী সেনার কোন প্রয়োজন নেই। এছাড়া বুরুন্ডিতে কোন সেনা পাঠানোর চেষ্টা করা হলে সীমান্তেই তা প্রতিহত করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।