সোয়ানসি সিটির কাছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড
Comments are closedইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে সোয়ানসি সিটির বিপক্ষে পয়েন্ট হারিয়েছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে সোয়ানসি সিটির ঘরের মাঠে খেলার শুরুতে এগিয়ে থেকেও ২-১ গোলে হরে যায় লুইস ফন গালের শিষ্যরা। আর এই হারের ফলে চার ম্যাচের দুটিতে জয়,আর একটি ড্র নিয়ে ম্যানইউ’য়ের পয়েন্ট ৭। অপরদিকে চার ম্যাচের দুটিতে জয় আর সমান ড্রয়ে সোয়ানসির পয়েন্ট ৮।