July ২০২২
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সৌদিতে হতাহতের ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

Comments are closed

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি থাকার বিষয়ে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসীহ। তবে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। গোলাম মসীহ দুপুরে রেডিও ধ্বনিকে জানান, তারা হতাহতদের ব্যপারে খোঁজ-খবর চালিয়ে যাচ্ছেন। গতকাল সৌদিতে ঈদের দিন ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮শ’র বেশি হাজি। বাংলাদেশি হাজিদের খবর জানাতে মিনাতে হটলাইন চালু করা হয়েছে। নাম্বারগুলো হচ্ছে: ০০৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং ০০৯৬৬৫০৯৩৬০০৮২।   নাম্বারগুলো আবারও বলছি: ০০৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং ০০৯৬৬৫০৯৩৬০০৮২।  হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা মিনায় শয়তানকে লক্ষ্য করে পাথর মারতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সৌদি বাদশা সালমান হজ নিরাপত্তা ব্যবস্থা পুনর্নিরীক্ষণের আদেশ দিয়েছেন।

Comments are closed.

Web Design BangladeshWeb Design BangladeshMymensingh