সৌদি আরবের হাসপাতালে হামলায় দুই বাংলাদেশী নিহত
Comments are closedসৌদি আরবের বিপদ যেন কাটছেই না। এবার একটি হাসপাতালে মর্টার হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলায় অন্তত দুই বাংলাদেশি নিহত হয়েছেন,আহত হয়েছেন আরও কয়েকজন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেইসবুক পোস্টে জানান, শুক্রবার স্থানীয় সময় সকালে সামতাহ জেনারেল হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন- টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। তারা ওই হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।