স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতাকামী দলগুলোর জয়
Comments are closedস্পেনের সায়ত্ত্বশাসিত অঞ্চল কাতালোনিয়ার আঞ্চলিক নির্বাচনে জয় পেয়েছে সেখানকার স্বাধীনতাকামী দলগুলো। নির্বাচনে ১৩৫ আসনের মধ্যে ৭২ টি জয় পেয়েছে তারা। এছাড়া, ফলাফল পাওয়ার পর আনন্দ র্যালিও বের করলে তাতে অংশ নেয় স্বাধীনতাপন্থী দলের নেতা আর্তাস মাস। এসময় তিনি জানান, এ জয়ের মধ্য দিয়ে স্বাধীন কাতালোনিয়া প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছেন তারা। এদিকে, কাতালোনিয়ার পৃথক হয়ে যাওয়ার সিদ্ধান্তকে ‘নির্বোধ সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছে কেন্দ্রীয় মাদ্রিদ সরকার।