স্পেনে মোটর শোভাযাত্রায় কারের চাপায় ছয়জন নিহত
Comments are closedস্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে মোটর শোভাযাত্রা চলাকালে একটি কারের চাপায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। শনিবার রাতে গালিসিয়া প্রদেশের কারাল শহরের কাছের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রশাসনিক কর্মকর্তারা জানান,‘করুনা কার র্যালি’ নামে ওই শোভাযাত্রা স্পেনজুড়ে ব্যাপক জনপ্রিয়। সড়কে শোভাযাত্রা চলাকালে একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উঠে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।