স্প্যানিশ লা লিগায় আজ এসি মিলানের বিপক্ষ উদিনেস
Comments are closedস্প্যানিশ লা লিগায় আজ রাত ১২টায় অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে গেটাফে, খেলাটি সরাসরি দেখাবে সনি কিক্স। এদিকে, জার্মান বুন্দেসলিগায় একই সময়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে উলফসবার্গ, এই ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ফোর। এছাড়া, ইতালিয়ান সিরি আ–তে রাত পৌনে একটায় এসি মিলানের প্রতিপক্ষ উদিনেসে, ম্যাচটি সরাসরি দেখাবে সনি সিক্স।