স্বতন্ত্রপ্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে ২৪ ঘণ্টা সময় দিল আওয়ামী লীগ
Comments are closedদলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না তাদের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ ব্যবস্থার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। কেন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে এরইমধ্যে অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন তিনি।