স্বর্ণের দাম ভরিতে কমল ১২২৫ টাকা
Comments are closedবৃদ্ধির এক মাস না যেতেই আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে এবার দেশে স্বর্ণের দাম কমেছে প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকা । এর ফলে আজ থেকে ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৪২ হাজার ৫১৫ টাকা। এছাড়া, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪০ হাজার ৪১৬ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৩৩ হাজার ৭৬৭ টাকায়। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের এই মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।