স্মার্ট কার্ড: ডিজিটাল বাংলাদেশের পথে আরও একধাপ
Comments are closedজাতীয় পরিচয়পত্র হিসেবে স্মার্ট কার্ডের প্রচলণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে সরকার আরও একধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে স্মার্ট কার্ড প্রকল্পের অগ্রগতি জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসা সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্মার্ট কার্ড প্রচলণের মাধ্যমে দুর্নীতি ও অপরাধ কমে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। স্মার্টকার্ডের মাধ্যমে জনগণ আর কী কী সুবিধা পাবে তা ব্যাপকভাবে প্রচারের সংশ্লিষ্টদের পরামর্শও দেন তিনি।