হাইতিতে মৃতের সংখ্যা ৮শ ছাড়িয়েছে
Comments are closedশক্তিশালী হারিকেন ম্যাথিউর তাণ্ডবে হাইতিতে মৃতের সংখ্যা ৮শ ছাড়িয়েছে। ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা। দেশটির দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান শহর জেরেমির প্রায় ৮০ শতাংশই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তবে, সারাদেশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে সময় লাগবে আরও কয়েক দিন। এরই মধ্যে কিছুটা শক্তি হারিয়ে ঝড়টি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে। সেখানেও নিহত হোন, ২ জন। এখনও সতর্কতা জারি রয়েছে, ফ্লোরিডা, জর্জিয়া এবং দক্ষিণ ক্যারোলাইনা উপকূলে। এদিকে, উপকূলীয় এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে।