হারল বাংলাদেশ এ দল,ইনজুরির কারণে দেশে ফিরছেন তাসকিন
Comments are closedভারত এ দলের সঙ্গে ১ম ম্যাচে ৯৬ রানে হেরেছে বাংলাদেশ এ দল। সকালে ব্যাঙ্গেলুরুর স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং এ নেমে ৩২২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ২২৬ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। দলের পক্ষ সর্বোচ্চ ৭৫ রান করেন লিটন দাস। শুক্রবার একই দলের বিপক্ষে একই স্টেডিয়ামে আবারও লড়বে বাংলাদেশ।এদিকে, সকালে ভারত এ দলের বিপক্ষে বল করার সময় বাম সাইড স্ট্রেইনের ইনজুরিতে পরেন পেসার তাসকিনের আহম্মেদ। আগামীকাল দেশে ফিরে আসবেন তিনি। তার জায়গায় বাংলাদেশ এ দলে যোগ দিবেন আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি। শুক্রবার তিনি ভারতের ব্যঙ্গালুরু পৌঁছাবেন বলে জানিয়েছে বিসিবি।