হিলি বন্দর ৬ এবং ৭ দিনের ছুটির ফাঁদে আখাউড়া বন্দর
Comments are closedঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম ৬ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আগামীকাল থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত -এই ৬ দিন হিলি বন্দর দিয়ে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হবে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে বলেও জানিয়েছে কর্মকর্তারা। তবে, ঈদের ছুটির সময় সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ যাতায়াত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এদিকে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টানা সাতদিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের বৃহৎ ও শতভাগ রফতানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আজ থেকে১৬ সেপ্টম্বর পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ। তবে ১৭ সেপ্টম্বর থেকে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান সেখানকার কর্মকর্তারা।