হোশি কুনিও হত্যা: আরও তিনজন আটক
Comments are closedরংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে থেকে তাদের গত শুক্রবার অস্ত্রসহ আটক করেছিল র্যাব। গ্রেপ্তার দেখানো হয়েছে রংপুরের কোতায়ালী থানার শালবন শাহীপাড়ার রাজিব হোসেন, নওশাদ হোসেন এবং মিস্ত্রীপাড়া শিয়ালুর মোড় গ্রামের কাজল চন্দ্র বর্মন।