হ্যাক হয়েছে ইয়াহু
Comments are closedইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হয়েছে দ্বিতীয় বৃহত্তম ওয়েবভিত্তিক ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু। অন্তত ৫০ কোটি গ্রাহকের ইয়াহু অ্যাকাউন্টধারীর নাম, ইমেইল অ্যাড্রেস, টেলিফোন নম্বর, জন্ম তারিখ ও সুরক্ষিত পাসওয়ার্ড সহ বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। তবে, এক বিবৃতিতে, ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য এবং অরক্ষিত পাসওয়ার্ড চুরি হয়নি বলে দাবি করছে ইয়াহু। জানানো হয়, ২০১৪ সালে এ সকল অ্যাকাউন্টের তথ্য চুরি করেছে হ্যাকাররা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সাইবার হামলা হয়েছে দাবি করেছে ইয়াহু। একইসঙ্গে এ বিষয়ে নিরাপত্তার জন্য সব গ্রাহককে দ্রুতই পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ। এরইমধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। এর আগে চলতি বছরের জুলাইয়ে, ৪৮০ কোটি ডলারে ইয়াহুকে কিনে নেয় যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানি ভেরাইজোন।