হ্যাক হয়েছে সোনালী ব্যাংকের ওয়েবসাইট
Comments are closedআবারও হ্যাকিংয়ের শিকার হয়েছে সোনালী ব্যাংক। সকালে ওই সাইটে ঢুকে দেখা যায় প্রচ্ছদপৃষ্ঠা দখল করে সেখানে নোটিস ঝুলিয়েছে হ্যাকাররা। কালো প্রেক্ষাপটের ওপর হুডধারী এক যুবকের ছবি দিয়ে তার নিচে লেখা ‘Hacked By Muslim Hacker’নামে। এর আগে ২০১৩ সালে সোনালী ব্যাংকের একটি হিসাবের পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে আড়াই লাখ ডলার চুরি হয়।