১০৫ জন নতুন ভারতীয় নাগরিক ভারত গেলেন
Comments are closedপঞ্চগড়ের অধূনালুপ্ত ৩৬টি ছিটমহলের ২টি ছিটমহল থেকে চতুর্থ দফায় ২১টি পরিবারের ১০৫ জন নতুন ভারতীয় নাগরিক ভারত গেলেন আজ। সকাল সাড়ে ৮টায় জেলার দেবীগঞ্জ উপজেলার দহলা খাগড়াবাড়ি ও বোদা উপজেলার দইখাতা ছিটমহলের নতুন ভারতীয়রা দেবীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের চেকিং ও লোডিং পয়েন্ট থেকে ৩টি বাস ও ৫টি ট্রাকে মালামালসহ ভারতের উদ্দেশে রওয়ানা দেন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের প্রথম সেক্রেটারি রমা কান্ত গুপ্ত’র কাছে ১০৫জন নতুন ভারতীয় নাগরিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ হস্তান্তর করেন। এ নিয়ে চার দফায় পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ১০টি ছিটমহল থেকে ভারতে গেলেন ৪৫২ জন।