১০ ট্যানারি মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
Comments are closedআদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা অপসারণ না করায় ১০ মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ২০০১ সালে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সরিয়ে নেওয়ার আদেশ দেন আদালত। চলতি বছরের জুনের মধ্যে ট্যানারিগুলো সাভারের হরিণধরার শিল্পনগরে স্থানান্তরের সময়সীমা বেধে দেয়া হয়।