১১ হাজার পর্যটককে দেশে ফিরিয়ে এনেছে রাশিয়া
Comments are closedমিসর থেকে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার পর্যটককে দেশে ফিরিয়ে এনেছে রাশিয়া। এছাড়া, আরও কয়েক হাজার পর্যটককে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সিনাই উপত্যকায় রাশিয়ান যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার পর গত শুক্রবার মিসরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় মস্কো। এরপর দেশটিতে প্রায় ৮০ হাজার রুশ পর্যটক আটকা পড়লে তাদের বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় রাশিয়া।