১৪দলীয় জোটে ফাটল ধরে এমন মন্তব্য না করার আহবান
Comments are closed১৫ই আগস্ট যারা কেক কেটে মিথ্যা জন্মদিন পালন করে তাদের সঙ্গে আওয়ামী লীগের কোন রাজনৈতিক সমঝোতা হবে না বলে সাফ জানিয়ে দিলেন স্বাস্থমন্ত্রী মো: নাসিম। সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। ১৪ দলের মধ্যে ফাটল ধরে এমন মন্তব্য করা থেকে দলীয় নেতা-কর্মীদের বিরত থাকতে আহবান জানান তিনি। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধ এবং আগুন যুদ্ধের সন্ত্রাসীদের সাথে কোন রাজনৈতিক আপস হবে না। এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিলেই বিএনপি রাজনীতিতে টিকে থাকবে।