১৫৪ আসনে জয়ী অং সান সুচির এনএলডি
Comments are closedমিয়ানমারের সাধারণ নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল এনএলডি শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের অধিকাংশ আসনেই জয়ী হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত নির্বাচন কমিশনের ঘোষিত চারটি প্রদেশের ১৬৪ আসনের ফলাফলের মধ্যে এনএলডির প্রার্থীরা জয় পেয়েছে। বাকী ১০ টি প্রদেশের চিত্রও একই রকম হতে যাচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আভাস দিয়েছেন। তবে চূড়ান্ত আনুষ্ঠানিক ফল পেতে কয়েকদিন অপেক্ষা করতে হবে। এবারে দেশটির ঐতিহাসিক এ নির্বাচনে ৪৯৮ আসনের বিপরীতে ছয় হাজারেরও বেশি প্রার্থী এবং ৯১ টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।