১৬ জেলায় ইতোমধ্যে ১৬ যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তা নিয়োগ: ত্রাণমন্ত্রী
Comments are closedসারাদেশে বন্যা কবলিত জেলাগুলোতে, প্রায় ১৩ হাজার মেট্রিকটন ত্রাণ সহযোগিতা পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া। সকালে রাজধানীতে দূর্যোগ ব্যবস্থাপনা উদ্ভাবনী মেলায় এ কথা জানান, তিনি। বলেন, ত্রাণ কার্যক্রম তদারকিতে বন্যা কবলিত ১৬ টি জেলায় ইতোমধ্যে ১৬ যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাকে নিয়োগ দ্য়ো হয়েছে। ত্রাণ নিয়ে টাল বাহানা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারী দেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।