২০০ মিটার স্প্রিন্টে টানা চতুর্থ জয় বোল্টের
Comments are closedবেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকসের ২০০ মিটার স্প্রিন্টে ১৯.৫৫ সেকেন্ড সময় নিয়ে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। আর ১৯.৭৪ সেকেন্ড সময় নিয়ে জাস্টিন গ্যাটলিন হয়েছেন দ্বিতীয়। তৃতীয় স্থানটি প্রোটিয়া দৌড়বিদ আনাসো জোবোদওয়ানার। তিনি সময় নেন ১৯.৮৭ সেকেন্ড। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ও দলীয় ইভেন্ট মিলিয়ে এ পর্যন্ত ১৬টি সোনা জিতেছেন জ্যমাইকান বিস্ময় উসাইন বোল্ট।