২২শে নভেম্বর থেকে শুরু বিপিএল
Comments are closedআগামী ২২শে নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএলের খেলা শুরু হচ্ছে বলে জানালেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। দুপুরে রাজধানীর গুলশানে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, এবারে প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমটি দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০ মিনিটি পর্যন্ত এবং দ্বিতীয়টি সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত। এছাড়া, এবারের খেলাগুলোর মধ্যে শুরুর দিন থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এবং বাকী খেলাগুলো চট্টগ্রামের জুহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর, আগামী বছর থেকে রাজশাহী ও খুলনায় ম্যাচ আয়োজন করা হবে বলেও জানান তিনি।