২২ দলকে আয়-ব্যায়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ
Comments are closedনির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি দলের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২৫টি তাদের গেল অর্থবছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে। ৬টি’র কোন সাড়াই পাওয়া যায়নি। আবেদন করায় ৯টি দলকে হিসাব জমা দেয়ার জন্য আরও সময় দেয়া হয়েছে। আবার হিসাব জমা দিয়েছে এমন দলগুলোর মধ্যে ২২টি’র রিপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় অডিট কম্পানি এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের সই বা ছিল না থাকায় ৩১শে আগস্টের মধ্যে পুনরায় রিপোর্ট জমা দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।