২৩ বীরকে সংবর্ধনা দিচ্ছে সেনাবাহিনী
Comments are closed
প্রতি বছরের মতো এবারও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত ২৩ বীরকে সংবর্ধনা দিচ্ছে সেনাবাহিনী। সম্মানিত বীরদের সংবর্ধনা দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান শুরু হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ৩ বীরশ্রেষ্ঠ, ৩ বীরউত্তম, ৬ বীরবিক্রম এবং ১১ বীরপ্রতীক ও তাদের স্বজনদের হাতে উপহার তুলে দিচ্ছেন সেনাপ্রধান। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধকালে এ বীরদের বীরত্বপূর্ণ অবদানের সারসংক্ষেপ তুলে ধরা হয়।